ট্রেজার এনএফটি রিয়েল নাকি ফেক? এর উত্তর দেয়ার আগে আপনাদেরকে কয়েকটা বিষয় পরিষ্কার করা দরকার। NFT (Non Fungible Token) হল একটি ডিজিটাল অ্যাসেট যেটি ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়। এটি আসল কিনা তা যাচাই করার জন্য কয়েকটি বিষয় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে।
Treasure NFT রিয়েল নাকি ফেক এটা জানার আগে আপনাদেরকে এটা দেখতে হবে যে এটা কোন প্লাটফর্মের সাথে যুক্ত রয়েছে যেমন opensea, rarible ইত্যাদি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করে এটি তৈরি হলে রিয়েল হওয়া সম্ভবনা বেশি থাকে। তবে ট্রেজার এনএফটি কে? কিভাবে? অথবা কোন প্লাটফর্ম ব্যবহার করে? এটি তৈরি করেছে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
একদল মানুষ বলছে যে ট্রেজার এনএফটি একটি রিয়েল প্ল্যাটফর্ম আর একদল মানুষ এটির বিপক্ষে বিভিন্ন মতামত প্রদান করছে। বর্তমানে ট্রেজার এনএফটি ব্যবহার করে অনেকেই ভালো ডলার ইনকাম করছে তবে এটা ভবিষ্যতে পেমেন্ট করবে কিনা সে সম্বন্ধে এখনো কোনো ধারণা ঠিকভাবে পাওয়া যায়নি কারণ গত দুই থেকে তিন বছর ধরে এটি মার্কেটে রয়েছে এবং এখনো পর্যন্ত এটা আপাতত পেমেন্ট করছে তবে ভবিষ্যৎ সম্বন্ধে কেউ কিন্তু সঠিক ধারণা দিতে পারে না তাই ভবিষ্যতে যেটা পেমেন্ট করবে কিনা সেটা বলা সম্ভব না আপনি চাইলে এখানে কাজ করতে পারেন তবে বেশি টাকা-পয়সা এখানে ইনভেস্ট করবেন না।
দেখুন যেখানে ইনভেস্ট করার কথা আসে সেখানেই কিন্তু ঝুকি থেকেই থাকে। তাই আমার মতে আপনি যদি টিজার এনএফটি তে কাজ করতে চান তাহলে নিজ দায়িত্বে নিজেও ঝুঁকি নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। এখানে বেশি টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আপনার কাছে যদি অতিরিক্ত কিছু টাকা থেকে থাকে তাহলে আপনি চাইলে সেটা ইনভেস্ট করতে পারেন। তবে এটা মাথায় রাখবেন যে ইনভেস্ট করা টাকাটা যদি আপনি তুলতে না পারেন বা টাকা তোলার আগে যদি এই প্লাটফর্মটি মার্কেট থেকে চলে যায় তাহলে আমাদের যেন দুঃখ না হয়।
যদি আপনি Risk নিতে পারেন তাহলেই এখানে কাজ করুন। যারা এখানে কাজ করছে তাদের মতে এই প্লাটফর্মটা এখনো অনেক দিন থাকবে তাদের কথা যদি সত্য হয় তাহলে কিন্তু তারা প্রত্যেকেই এখান থেকে ভালো একটা প্রফিট পাবে। সো আপনি যদি পরবর্তীতে আফসোস করতে না চান তাহলে অল্প কিছু ডলার এখানে ইনভেস্ট করতে পারেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি অনেক ভালো প্রফিট এখান থেকে পাবেন। তবে আপনার ইনভেস্ট করার কিছুদিন পর যদি এটা চলে যায় তাহলে আপনার লস হতে পারে।
Treasure NFT কতো দিন থাকবে? একটা বলা আমাদের কাছে সম্ভব নয়। এটা যারা পরিচালনা করছে শুধুমাত্র তারাই এটি বলতে পারবে। যেহেতু এটা আপাতত পেমেন্ট করছে, তাই আপনি চাইলে নিজ দায়িত্বে এখানে কাজ করতে পারেন।