বর্তমান সময়ে বাড়িতে বসে প্যাকিং এর কাজ করে মানুষ ভালো টাকা ইনকাম করছে। আধুনিক যুগে ঘরে বসে টাকা ইনকাম করার অনেক পদ্ধতি রয়েছে। প্যাকিং এর কাজ হলো উল্লেখযোগ্য একটা অপশন। আপনি কি ঘরে বসে কিভাবে টাকা আয় করা যায় খুঁজছেন? তাহলে প্যাকিংয়ের কাজ আপনার জন্য অনেক ভালো একটা অপশন হতে পারে। ছোট ব্যাবসা থেকে শুরু করে বড়ো বড়ো ই-কমার্স কোম্পানি সবাই এধরনের কাজের জন্য লোক খুঁজে থাকে। আজকে ঘরে বসে প্যাকিং এর কাজ করে ইনকাম করার সেরা কিছু পদ্ধতি আপনাদেরকে শেয়ার করবো।
- ই-কমার্স কোম্পানি : Amazon, Flipkart, eBay এই সমস্ত ই-কমার্স কোম্পানির ছোট ছোট Branch গুলোর সাথে যোগাযোগ করুন। কারণ বর্তমান সময়ে অনেক মানুষ অনলাইনে প্রোডাক্ট অডার করে, সেগুলো Delivered করার জন্য প্রথমে সেগুলোকে প্যাকিং করার প্রয়োজন হয়। আপনার লোকালে যে সমস্ত ই-কমার্স কোম্পানির শাখাগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। আশাকরি আপনি অবশ্যই প্যাকিং কাজের সন্ধান পাবেন।
- লোকাল মার্কেট : আপনার আশেপাশের বাজারে গিয়ে ছোট বড়ো সমস্ত ব্যাবসায়ীদের সাথে কথা বলুন। তাদের অনেকেই প্যাকিংয়ের কাজের মানুষ খুঁজে থাকে। আপনি চাইলে তাদেরকে কাজ করে দিতে পারেন। দেখো বস্ কাজ পাওয়ার জন্য নতুন নতুন মানুষের সাথে আলাপ পরিচয় করতে হবে। তাহলে নিশ্চয়ই আপনি অনেক কাজের সন্ধান পাবেন।
- অনলাইন পোর্টাল : Freelancer, Upwork, Fiverr -এই সমস্ত প্লাটফর্মে খোঁজাখুঁজি করলে অনেক পাকিং রিলেটেড কাজ পাওয়া যেতে পারে। এছাড়া আপনি OLX ও ফেসবুকে সার্চ করলে এই ধরনের অনেক কাজের সন্ধান পাবেন।